Published : 24 May 2025, 01:16 PM
খাগড়াছড়ির আলুটিলায় ইট বোঝাই ট্রাক্টরের সঙ্গে কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছে। এ সময় কভার্ড ভ্যানে আগুন লেগে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার সকাল ৭টার দিকে আলুটিলার ময়লার টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ সার্জেন্ট পুলক দে।
এ ঘটনায় আহতরা হলেন- রমজান আলী (২৭), থৈয়াপ্রু মারমা(২০), রহিম(৩০) ও শাহিন (৩০)। তারা সবাই মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা।
পুলিশ সার্জেন্ট পুলক দে বলেন, সকালে ইট বোঝাই ট্রাক্টরের সঙ্গে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পণ্যবাহী কভার্ড ভ্যানটির সংঘর্ষ হয়। এতে তৎক্ষণাৎ কভার্ড ভ্যানটিতে আগুন ধরে যায়। এতে আহত হয় চারজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণ করে এবং আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন বলেন, “দুর্ঘটনার পর কর্ভাড ভ্যানে আগুন লেগে যায়। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।”
এছাড়া সংঘর্ষের ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধারকাজ শেষ হলে ঘণ্টাখানেক পর যান চলাচল শুরু হয়।
এদিকে খবর পেয়ে আহতদের হাসপাতালে দেখতে যান খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। এসময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন।