Published : 16 May 2025, 06:13 PM
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুলিশকে মারধর করে হাতকড়াসহ পালিয়ে যাওয়া যুবককে গ্রেপ্তার করা হয়েছে; যাকে মাদক কারবারি বলছে পুলিশ।
পালিয়ে যাওয়ার আট ঘণ্টার মধ্যে শুক্রবার ভোরে উপজেলার ছয়গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে হাতকড়াসহ পালিয়ে যান।
গ্রেপ্তার ২৮ বছর বয়সি রিয়াজ ফকির উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী ফকিরবাড়ি গ্রামের ছিদ্দিক ফকিরের ছেলে।
আহত পুলিশ সদস্যরা হলেন- আগৈলঝাড়া থানার এএসআই মামুন হোসেন, কনস্টেবল কামাল হোসেন এবং সাইমুন আল সাকিব।
এর মধ্যে কনস্টেবল দুইজনকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর এএসআই মামুন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি অলিউল ইসলাম বলেন, গোপন খবর পেয়ে রাত ১০টার দিকে উপজেলা পরিষদের উত্তর পাশে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় ১৬টি ইয়াবাসহ রিয়াজ ফকিরকে আটক করা হয়।
থানায় নিয়ে যাওয়ার সময় রিয়াজ ওই তিন পুলিশ সদস্যকে মারধর করে হাতকড়াসহ পালিয়ে যান। পালিয়ে যাওয়ার আট ঘণ্টার মধ্যে ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
রিয়াজের বিরুদ্ধে মাদক ও পুলিশকে মারধর করার অভিযোগে থানায় আলাদা দুটি মামলা করা হয়েছে বলে জানান ওসি।