Published : 27 Apr 2025, 05:31 PM
সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে পিয়াইন নদীতে নিখোঁজের তিনদিন পর এক পাথর শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্ট এলাকায় ভেসে থাকা অবস্থায় মরদেহটি পাওয়া যায় বলে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানান।
নিহত সাজল মিয়া (৩৪) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চতুর্ভুজ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
ওসি তোফায়েল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর সাজলসহ কয়েকজন বারকি নৌকা দিয়ে পাথর তুলতে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় যান। এ সময় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে নৌকাটি ডুবে যায়।
“তখন অন্য শ্রমিকেরা সাজলের সঙ্গে থাকা সবাইকে উদ্ধার করলেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে শুক্রবার দুপুর আড়াইটা থেকে নিখোঁজ যুবকের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি শুরু করলেও বিকাল পর্যন্ত তার সন্ধান মিলেনি।
পরে রোববার সকালে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।