Published : 26 May 2025, 11:00 PM
কোরআন অবমাননার অভিযোগ এনে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও আল্টিমেটামের মধ্যেই নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে বদলি করা হয়েছে। তাকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে নাদিরা ইয়াসমিনকে এই বদলির আদেশ দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমেদ ভূইয়া।
প্রজ্ঞাপনে নাদিরা ইয়াসমিনের বদলিকৃত পদ ও কর্মস্থল হিসেবে বলা হয়েছে, সহকারী অধ্যাপক, বাংলা, ওএসডি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, ঢাকা; সংযুক্ত: সাতক্ষীরা সরকারি কলেজ।
হেফাজত নেতারা অভিযোগ করেছেন, নাদিরা ইয়াসমিন তার লেখার মাধ্যমে কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা করেছেন। এটা ইসলাম ধর্মের মানুষদের ক্ষুব্ধ করেছে। এসব মতবাদের মধ্য দিয়ে তিনি ‘মুরতাদ’হয়ে গেছেন। তাকে ‘তওবা’ করতে হবে।
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার নরসিংদী জেলা হেফাজতে ইসলামের নেতাকর্মীরা শহরের শিক্ষা চত্বরে প্রতিবাদ সভা করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।
এ সময় হেফাজতে ইসলামের পক্ষ থেকে এই শিক্ষককে অপসারণের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।
আরও পড়ুন:
'কোরআন অবমাননা': নরসিংদীর কলেজ শিক্ষিকার অপসারণ দাবি হেফাজতের