Published : 12 Jun 2025, 10:57 AM
সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
বৃহস্পতিবার ভোরে সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয় বলে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
তিনি বলেন, “সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি, মিনাটিলা ও কোম্পানীগঞ্জের কালাইরাগ এবং সুনামগঞ্জের ছনবাড়ি এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৭০ জনকে আটক করেছে বিজিবি।
“আটকরা লালমনিরহাট ও কুড়িগ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা অবৈধভাবে ভারতে গিয়ে সেখানে বসবাস করেছিল।"
বিজিবি জানায়, জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে পুশইনের ঘটনায় ১৭ জনকে আটক করে ৪৮বিজিবির দায়িত্বপূর্ণ শ্রীপুর বিওপি।
আটকদের মধ্যে চারজন নারী, চারজন পুরুষ ও ৯ শিশু রয়েছেন। তাদের মধ্যে সাতজন কুড়িগ্রাম জেলার, বাকিরা লালমনিরহাটের বাসিন্দা।
একই উপজেলার মিনাটিলা সীমান্ত এলাকায় ভোর পৌনে ৫টার দিকে পুশইনের ঘটনায় ২৩ জনকে আটক করে মিনাটিলা বিওপি।
আটককৃতদের মধ্যে সাতজন নারী, সাতজন শিশু রয়েছে। এ সীমান্তে আটকরা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে।
কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ এলাকায় আটক করা হয় ১৩ জনকে। তাদের মধ্যে ছয়জন শিশু, তিনজন নারী, পুরুষ চারজন। তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা।
এদিকে সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ছনবাড়ি এলাকা থেকে চার পরিবারের মোট ১৭ জনকে আটক করা হয়। এদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন নারী ও আটজন শিশু। তাদের বাড়ি লালমনিরহাট জেলায়।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ৪৮ বিজিবির আওতাধীন সব সীমান্তে বিজিবি টহল জোরদার করেছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৭০জনকে আটক করে বিজিবি।
তিনি আরও বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের নিকটস্থ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।