Published : 14 Jun 2025, 03:56 PM
খাগড়াছড়ির দীঘিনালায় মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা আড়াইটার দিকে কবাখালি বাজার সংলগ্ন মাইনি নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবরিরা শিশুটির মরদেহ উদ্ধার করে বলে জানিয়েছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা।
মারা যাওয়া ৮ বছরের মো. আরিয়ান উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার মো. জাকির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মাইনি নদীর মুখে লাকড়ি ধরার উদ্দেশ্যে গিয়েছিল আরিয়ান। পরে সাড়ে ৯টার দিকে অসাবধানতাবশত নদীতে পড়ে গেলে প্রবল স্রোতে ভেসে যায় শিশুটি। তারপর থেকে নিখোঁজ ছিল সে।
ইউএনও অমিত কুমার সাহা বলেন, সকালে শিশুটি নিখোঁজ হওয়ার পরেই স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা, রেডক্রিসেন্টের সদস্যরাসহ অনান্য সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছেন।
পরে রাঙামাটি থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিরাও অভিযানে যুক্ত হন। একপর্যায়ে তারা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
এর আগে ৩০ মে মাইনী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে তড়িৎ চাকমা নামে এক ব্যক্তির মৃত্যু হয়।