Published : 23 May 2025, 09:11 PM
ঈদকে সামনে রেখে দুবাই থেকে নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির কাঁঠাল গাছে উঠে তিনি বিদ্যুতায়িত হন বলে কেন্টন হোসেন নামে স্থানীয় বাসিন্দা জানান।
নিহত মো. মুজিবুর রহমানের বাড়ি উপজেলার আজমপুর গ্রামে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী মুজিবুর পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি আসেন।
স্থানীয় কেন্টন হোসেন বলেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি কাঁঠাল পাড়তে গাছে উঠেন। এ সময় সঞ্চালন লাইনে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়ে যান। নিচেই তার স্ত্রী দাঁড়িয়ে ছিলেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে স্বজনরা বিকালে লাশ বাড়ি নিয়ে যান বলে আখাউড়া থানার ওসি মো. ছমি উদ্দিন জানান।