Published : 15 May 2025, 04:45 PM
‘চাঁদা না দেওয়ায়’ খুলনার আড়ংঘাটায় এক শিক্ষককে গুলি করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তেলিগাতি সরদারপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জানান আড়ংঘাটা থানার ওসি মো. তুহিনুজ্জামান।
আহত দিলীপ কুমার সরকার (৫৫) তেলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ওসি বলেন, “কয়েক দিন ধরে একটি সন্ত্রাসী চক্র দিলীপ কুমার সরকারের কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। ধারণা করা হচ্ছে, এর জেরে তাকে গুলি করা হয়েছে।
“তিনি হেঁটেই স্কুলে যাচ্ছিলেন। এ সময় দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার বা পায়ের হাঁটুর উপরের অংশে লেগেছে।”
ওসি বলেন, প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
“আমরা সব বিষয়ে খোঁজখবর নিচ্ছি। জড়িতদের আটক করতে অভিযান শুরু হয়েছে।”