Published : 01 Sep 2016, 09:56 PM
বৃহস্পতিবার সকালে তিনি আহত হন। সন্ধ্যায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
নিহত নজরুল ইসলাম (৩৮) পাঙ্গাশিয়া গ্রামের জাকের ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, নজরুল ইসলামের সঙ্গে জমিজমা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় নাঈমের দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল।
পরিবারের সদস্যদের ভাষ্য, এর জের ধরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নাঈমসহ সাত থেকে আটজন নজরুলকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডল বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।