Published : 06 Feb 2018, 12:20 AM
তারা হলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহার মিয়া, জেলা ছাত্রদলের আহ্বায়ক তারেকুজ্জামান পার্নেল এবং বিএনপি কর্মী আতাউর রহমান, মাসুদ, আকরাম ও জুয়েল।
সোমবার খালেদা জিয়া সিলেট যাওয়ার পথে তাকে স্বাগত জানাতে ভৈরবে সমবেত হয়েছিলেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
তখন পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এরপর ওই আটজনকে পুলিশ আটক করে ভৈরব থেকে কিশোরগঞ্জ মডেল থানায় নিয়ে আসে।
রাত ১১টার দিকে তাদের হাকিম আদালতে নেওয়া হলে বিচারক ইকবাল মাহমুদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশের উপর হামলার অভিযোগে ভৈরব থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অভিজিৎ চৌধুরী বাদী হয়ে করা মামলায় বিএনপি নেতাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটিতে আসামি করা হয়েছে ৪৫ জনের নাম উল্লেখসহ অন্তত ৮০০ জনকে।
এদিকে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছে। ভৈরবে উপজেলা বিএনপির উদ্যোগেও বিক্ষোভ মিছিল বের হয়।