Published : 06 Feb 2018, 09:57 PM
গ্রেপ্তার জোবায়ের হোসেন (৩৭) সিংড়া শহরের পেট্রোবাংলা মহল্লার ইয়াকুব আলী মাস্টারের ছেলে।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে তার বাসায় তাবলীগ জামায়াতের লোকজন দাওয়াত দিতে গেলে জোবায়েরের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ সময় তিনি নিজেকে এনএসআই সদস্য বলে দাবি করেন। তার কথাবার্তায় সন্দেহ হলে তারা থানায় খবর দেন।
এনএসআই নাটোরের উপ-পরিচালক শামছুল ইসলাম বলেন, জোবায়ের হোসেন নামে নাটোরে তাদের কোনো সদস্য নেই।
জোবায়ের কেন নিজেকে এনএসআই সদস্য বলে পরিচয় দিয়েছেন সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।
সিংড়া থানার পরিদর্শ (তদন্ত) নেয়ামুল হক বলেন, তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলেও তিনি একই পরিচয় দেন। তাকে থানা থেকে কয়েকটি মামলা তদন্ত করতে দেওয়া হয়েছিল বলেও জোবায়ের দাবি করেছেন।
পুলিশ ঘটনা তদন্ত করছে বলে তিনি জানান।