Published : 08 Jul 2018, 02:21 PM
পাটগ্রাম থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান,পাটগ্রাম রসুলগঞ্জ বাজারের বাইপাস সড়কের পাশে মো. সোবহান ও আজগার আলীর বাড়িতে শনিবার রাতে এ অভিযান চালানো হয়।
উদ্ধারকৃত গরুগুলোর বাজারমূল্য ২০ লাখ টাকার বেশি বলে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো.মহিউস সুন্নাহ জানান।
পরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলমের নেতৃত্বে অভিযানকারীদল দুটি বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে বলে লেফটেন্যান্ট কর্নেল মহিউস জানান।
তিনি বলেন, গরুর মালিক পলাতক রয়েছেন। জব্দ করা গরুগুলো ধবলসুতি বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে এবং তা নিলামের প্রস্তুতি চলছে।