পাটগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মনতাজুল ইসলাম জানান, শনিবার সকালে উপজেলার বাউরা বাজারে একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।

খবর পেয়ে পাটগ্রাম ও হাতীবান্ধা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন, আগুনে বাজারের বুলবুল, রঞ্জু, মিঠু, রাজু, আতিয়ার রহমান, আব্দুস সামাদ, আইনুল ইসলাম, সেলিম হোসেন, আলতাফ হোসেনের দোকানসহ ১৭টি দোকান পুড়ে গেছে। আগুনে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।