Published : 31 Mar 2019, 03:03 PM
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শামীম আল ইমরান জানান, উপজলার কাশিপুর গ্রামের কালিকুটা হাওরে রোববার সকালে এ ঘটনা ঘটে।
মৃত দেলোয়ার হোসেন (১৭) উপজেলার কাশিপুর গ্রামের জহর মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে ইউএনও বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দেলোয়ার হাওরে ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি আহত হন।
“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।”
পরিবার চাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা জানান শামীম।