Published : 17 Jun 2025, 04:06 PM
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার এক তরুণীর সঙ্গে সম্প্রতি বিয়ে রেজিস্ট্রি হয়েছে রংপুরের কাউনিয়া উপজেলার মনিরুজ্জামান মুন্নার। কদিন বাদে তার গায়ে হলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতার দিন ধার্য ছিল।
তবে তার আগেই ট্রলির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ওই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজারহাট উপজেলার নাজিমখান বাজারের পাশে সাকিন মজিদ মেমোরিয়াল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটনা ঘটে বলে জানান রাজারহাট থানার এসআই বিকাশ চন্দ্র রায়।
নিহত মুন্না (৩৫) কাউনিয়ার হারাগাছের বাংলাবাজার ঠাঁকুরদান এলাকার মাহফুজার রহমানের ছেলে। তিনি এবি খালেদ গুলের সেলসম্যান হিসেবে নাজিমখান এলাকায় কর্মরত ছিলেন এবং সেখানে বাসা ভাড়া নিয়ে থাকতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মুন্না বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। এ সময় শ্যালো ইঞ্জিন চালিত একটি ট্রলি এক বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মুন্নার মোটরসাইকেলে ধাকা দেয়। এতে মুন্না সড়কে ছিটকে পড়লে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া ট্রলিটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাশের ছবি দেখে মুন্নার লাশ শনাক্ত করে বাড়িতে নিয়ে যান স্বজনরা।
স্বজনরা জানান, সম্প্রতি মুন্নার সঙ্গে রাজারহাটের এক মেয়ের বিয়ে রেজিস্ট্রি হয়। শুক্রবার তার গায়ে হলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতার দিন ধার্য ছিল। সংসার শুরুর আগেই তিনি মারা গেলেন। এ ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান এসআই বিকাশ চন্দ্র রায়।