Published : 15 Jun 2025, 10:13 PM
নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদল এবং একজন বিএনপি নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পলাশ থানার ওসি মো. মনির হোসেন বলেন, রোববার সন্ধ্যায় জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের সমর্থক এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে শহরের বিএডিসি মোড় এলাকায় সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ছাত্রদলকর্মী ইসমাইল হোসেনকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর মহল্লার আব্দুর রহিমের ছেলে।
এ ছাড়া অস্ত্রের আঘাতে আহত বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত অন্যজনের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে পলাশ বাসস্ট্যান্ড এলাকা থেকে উপজেলা ছাত্রদলের উদ্যোগে একটি মিছিল বের হয়। অপরদিকে প্রায় একই সময়ে ফজলুল কবির জুয়েলের নেতৃত্বে তার সমর্থকদের একটি মিছিল বের করেন।
দুটি মিছিল বিএডিসি মোড় এলাকায় মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে জানতে চাইলে পলাশ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান পাপন বলেন, “আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায় জুয়েল গ্রুপের নেতাকর্মীরা। এতে ছাত্রদলের কয়েকজন আহত হয়েছেন। আমাদের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালাননি। তারা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।”
এ বিষয়ে বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলের বক্তব্য জানার চেষ্টা চলছে।