Published : 10 Jun 2025, 03:46 PM
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিনকে রাস্তায় আটকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।
ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
“পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে তাকে ইচ্ছেমত পেটানো হয়েছে। পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।”
পুলিশ জানায়, জালালকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে মাটিতে ফেলে রাখা হয়। স্থানীয়রা তাকে প্রথমে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ছুটে যান উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
ওসি আল মামুন সরকার বলেন, জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।