Published : 04 Jun 2025, 12:40 PM
ভারতে আটক নারী-শিশুসহ ছয় বাংলাদেশি নাগরিককে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
সোমবার বিকালে উপজেলার ভাদিয়ালী সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপুর এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে ছয়জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
বিজিবি বলছে, কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ এবং রেফারেন্স পিলার ৭ ও ৮ এর মধ্যবর্তী স্থান থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তরে বসিরহাট মহকুমার সরুপনগর থানার হাকিমপুর এলাকায় এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীর বিজিবি ৩৩ ব্যাটালিয়নের মাদরা কোম্পানি কমান্ডার সুবেদার মো. শাহ আলম এবং ভারতের ১৪৩ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব দেন হাকিমপুর কোম্পানি কমান্ডার এসি স্বজন দ্বীপ। পতাকা বৈঠক শেষে বাংলাদেশি ছয় নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের মাদরা কোম্পানি কমান্ডার মো. শাহ আলম বলেন, সোমবার সন্ধ্যায় বিএসএফের হস্তান্তর করা ছয় বাংলাদেশিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তারা কাজের সুবাদে ভারতের বিভিন্ন এলাকায় বসবাস করতেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফের আহ্বানে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের গ্রহণ করা হয়।
কলারোয়া থানার ওসি সাইদুল ইসলাম বলেন, হস্তান্তর করা নাগরিকদের নাম-ঠিকানা যাচাই বাছাই করা হচ্ছে। পরে আত্মীয়-স্বজনদের কাছে তাদের হস্তান্তর করা হবে।