Published : 06 Jan 2023, 01:15 PM
বরিশালের উজিরপুর উপজেলায় বাসচাপায় এক সবজি বিক্রেতার প্রাণ গেছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুলাল ইছলাদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনার পর দুই ঘণ্টা বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।
নিহত সবজি বিক্রেতা ৬০ বছর বয়সী মো. দুলাল খান উজিরপুরের মাদার্শী গ্রামের ছবেদ আলী খানের ছেলে।
উজিরপুর মডেল থানার ওসি কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুলাল ইছলাদী বাসস্ট্যান্ড এলাকায় নিজ দোকানের যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলো।
এ সময় ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই সবজি বিক্রেতা দুলালের মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
কামরুল বলেন, এ দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে বরিশাল-ঢাকা মহাসড়কের মেজর এম এ জলিল সেতুর দুই প্রান্তে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানাবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়।
পরে পুলিশ ও উজিরপুর পৌর মেয়র গিয়াসউদ্দিন বেপারীর আশ্বাসে উত্তেজিত জনতা সড়ক থেকে সরে গেলে দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।