Published : 19 Jun 2025, 12:21 PM
যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন শাফায়াত।
এর আগে বুধবার সকালে এ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছিল।
পরে বুধবার রাতে মারা যাওয়া রোগীর নাম ইউসুফ (৪৫)। তিনি যশোরের মণিরাম উপজেলার মাহমুদকাটি গ্রামের বাসিন্দা।
হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন শাফায়াত বলেন, গত ১৩ জুন ইউসুফ কিডনি সমস্যা নিয়ে যশোর জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন।
শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুন তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। তখন চিকিৎসকরা রেপিড অ্যান্টিজেন পরীক্ষার পরামর্শ দেন।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর স্বজনরা বুধবার দুপুরে শহরের একটি বেসরকারি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করান। রাতে হাসপাতালটির কর্তৃপক্ষ জেনারেল হাসপাতালে প্রতিবেদন পাঠায়। তাতে রোগীর কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়।
হুসাইন শাফায়াত আরও বলেন, প্রতিবেদন হাতে পাওয়ার পর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা রোগীর কোভিড-১৯ এর চিকিৎসা শুরু করার আগেই তিনি মারা যান।
সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, এর আগে ২০২২ সালের মাঝামাঝি জেলায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছিল। প্রায় তিন বছর পর বুধবার সকালে যশোরে দ্বিতীয় পর্যায়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। পরে রাতেই মৃত্যুর সংখ্যা বেড়ে দুজন হয়েছে।
পুরানো খবর