Published : 05 Dec 2024, 11:41 PM
শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় আলাদা অভিযান চালিয়ে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এ ছাড়া আটক করা হয়েছে এক চোরাকারবারিকে।
এর মধ্যে ঝিনাইগাতী উপজেলা থেকে প্রায় ৭৫ লাখ এবং নালিতাবাড়ী উপজেলা থেকে প্রায় ৮৫ লাখ টাকার পণ্য জব্দ করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার বিকালে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী ছোট গজনী এলাকা থেকে ভারতীয় শাড়িসহ একজনকে আটক করা হয়।
আটক লিমন সিমসাং (৩৫) গজনী এলাকার এলাকার প্রয়াত অনীল মারাকের ছেলে।
বিজিবি জানায়, বিকাল সাড়ে ৫টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার ১১০০/৪-এস থেকে দেড় কিলোমিটার ভেতরে ভারতীয় বিভিন্ন পণ্য অবৈধভাবে আনা হচ্ছিল। খবর পেয়ে তাওয়াকুচা বিওপির টহল দল ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানে এক হাজার ১৮৯ পিস ভারতীয় শাড়ি ও একটি মিনি পিকআপসহ লিমনকে আটক করা হয়।
ময়মনসিংহ ৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, লিমন ভারত থেকে অবৈধভাবে শাড়ি সংগ্রহ করে শেরপুর শহরের দিকে নিয়ে যাচ্ছিলেন।
উদ্ধার করা শাড়ির আনুমানিক বাজার মূল্য ৭৫ লাখ টাকা এবং জব্দ করা পিকআপের মূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা বলে জানান তিনি।
পরে জব্দ করা শাড়ি ও পিকআপসহ লিমনকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয় বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
এদিকে নালিতাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৩০৫ বস্তা ভারতীয় জিরা ও ৭২১ পিস কম্বল জব্দ করেছে সেনাবাহিনী।
বুধবার মধ্যরাতে উপজেলার কাকরকান্দি এলাকায় ভারত থেকে অবৈধভাবে আনা এসব পণ্য জব্দ করা হয় বলে জানান নালিতাবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন।
সেনাবাহিনী জানায়, গোপন খবর পেয়ে রাতে শেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিয়ানের নেতৃত্বে ক্যাপ্টেন রাফিউল, লেফটেন্যান্ট সানজিদ, জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার ফরাসসহ সেনাবাহিনীর ৪০ সদস্যের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
ক্যাপ্টেন নাহিয়ান জানান, অভিযানে একটি কলাবাগান থেকে ৪৫ বস্তা কম্বল এবং পরে স্থানীয় মো. রুহুল আমিনের গোয়ালঘর থেকে আরও ১০০ বস্তা কম্বলসহ মোট ৭২১ পিস কম্বল উদ্ধার করা হয়। পণ্যগুলো ভারত থেকে অবৈধভাবে এনে সেখানে মজুত করা হয়েছিল।
এ ছাড়া সেখানে আরও তল্লাশি করে অবৈধভাবে আনা ৩০৫ বস্তা ভারতীয় জিরা এবং একটি ট্রাক জব্দ করা হয়। তবে অভিযানের আগে বাড়ির মালিক রুহুল আমিন পালিয়ে যান। ভারতীয় চিনি চোরাকারবারির অভিযোগে রুহুল আমিন আগেও জেল খেটেছেন।
জব্দ করা কম্বলের আনুমানিক মূল্য ২৯ লাখ এবং জিরার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা বলে জানান সেনাবাহিনী এই কর্মকর্তা।
ক্যাপ্টেন নাহিয়ান জানান, জব্দ করা মালামাল তালিকা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।
জব্দ করা মালামালের তালিকা প্রস্তুত করা হয়েছে; এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি ছানোয়ার হোসেন।