Published : 10 Jun 2025, 09:23 PM
কারাগার থেকে সাজা খেটে বেরিয়ে ফের অস্ত্রসহ কুমিল্লার তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন গ্রেপ্তার হয়েছেন।
সোমবার গভীর রাতে নগরীর টমছম ব্রিজের গোবিন্দপুর এলাকা থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান।
এ সময় তার কাছ থেকে চারটি ধারালো দা, একটি বড় ছুরি, একটি ছোট ছুরি, একটি গ্রিল কাটার কাঁচি, পাঁচটি সিজারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সাজ্জাদ হোসেন সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।
মঙ্গলবার দুপুরে ওসি রফিকুল ইসলাম বলেন, সাজ্জাদ কয়েকদিন আগেই একটি মামলায় কারাভোগ শেষে জেল থেকে ছাড়া পেয়েছিলেন। ছাড়া পেয়েই ফের তিনি অপরাধে জড়িয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।