Published : 18 Jun 2025, 09:47 PM
গাজীপুরের টঙ্গীতে ‘ঝুট ব্যবসাকে’ কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে নগরের হাজী মাজার বস্তি এলাকায় পিমকি অ্যাপারেলস লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান।
আহতরা হলেন- আনিস (৪২) আবু সাইদ (৩৮) সোহেল (৩৪), ফাহিম (২১), ইয়াসিন (২০) আসাদ (২০), ইয়াসিন (১৮), হানিফ (২৫), শুভ (১৯), রানা (১৮), সজিব (২০), উজ্জ্বল রাজ (৩৭), আল-আমিন (৩৫), হাসান (২৪), সবুজ (২৮), লিটন (৩৬), ফেরদৌস (২৫), আলমগীর (৩৫) এবং কাউসার (২৮)। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মধ্যে গুরুতর আনিস, আবু সাইদ ও সোহেলকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ অগাস্ট পরবর্তী সময় থেকে চুক্তিপত্রের মাধ্যমে পিমকি অ্যাপারেলস কারখানার বর্জিত মালামাল নিচ্ছিলেন নেহাল এন্টারপ্রাইজের মালিক টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরন।
মঙ্গলবার ওই কারখানার সঙ্গে বর্জিত মালামাল ক্রয়-বিক্রয়ের নতুন চুক্তি করেন ব্যবসায়ী ওমর ফারুক। তিনি টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের আস্থাভাজন বলে পরিচিত।
নতুন চুক্তি অনুযায়ী বুধবার মালামাল ডেলিভারি করতে যান ওমর ফারুকের লোকজন। এ সময় বিএনপি নেতা কিরনের লোকজন তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, “কারখানাটির সঙ্গে চুক্তিপত্র অনুযায়ী ওমর ফারুক মালামাল নিতে গেলে কিরনের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের সঙ্গে থাকা টাকা লুটে নেয় তারা।”
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরন বলেন, “আমার ব্যবসা প্রতিষ্ঠানের নামে চুক্তিপত্র অনুযায়ী কারখানার মালামাল ডেলিভারি করতে গেলে সুমনের লোকজন তাদের বাধা দেয়। পরে তারা হামলা করে।”
ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, “যার নামে চুক্তিপত্র তিনি ব্যবসা করবেন। ঝুট নিয়ে ঝামেলা সহ্য করা হবে না। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়েছে। তবে মারধর ও ছিনতাইয়ের ঘটনা জানি না। অভিযোগ দিলে মামলা হবে।”