Published : 19 Jun 2025, 04:23 PM
বরিশালের উজিরপুর উপজেলায় নিজ ঘর থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভিআইপি সড়কের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন।
মৃত আলেয়া বেগম (৬৩) ওই এলাকার নুরে আলম তালুকদারের স্ত্রী।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “আলেয়ার ছেলে ঢাকায় চাকরি করে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। তিনি বাসায় একাই থাকতেন।
“দুপুরে তার বাসার পাশ দিয়ে লোকজন চলাচলের সময় দুর্গন্ধ পায়। তখন জানালায় উঁকি দিয়ে ঘরের মেঝেতে আলেয়ার লাশ পড়ে থাকতে দেখেন তারা।”
ওসি বলেন, “মৃত ব্যক্তির গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া ও মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। পরনে কিছু ছিল না।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাই লাশে পচন ধরেছে।”
হত্যাকাণ্ডের কারণ ও জাড়িতদের বের করতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি আব্দুস সালাম।