Published : 30 May 2025, 10:09 PM
বাংলাদেশের মানুষ এখন নির্বাচনের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, “যে যেভাবেই বলুক না কেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমরা আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের নির্বাচন হবে এবং শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের আল্লাহ সুযোগ দিলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হবে।
“জিয়াউর রহমান গণতন্ত্রের জন্য বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। সেই গণতন্ত্র আগামী দিনে আবার সুপ্রতিষ্ঠিত হবে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শের আজকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। উনার নেতৃত্বে বাংলাদেশকে শহীদ জিয়ার মত আবার স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে।”
শুক্রবার দুপুরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীর শাহমখদুম দরগা শরিফের সামনে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজশাহী জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা দলের আয়োজনে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইটের সঞ্চালনায় এবং জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি নজরুল ইসলাম খোকার সভাপতিত্বে বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু উপস্থিত ছিলেন।
অপরদিকে, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোহনপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু।
একই দিন পবার খড়খড়ি বাজারে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। পবা উপজেলা বিএনপি আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রায়হানুল আলম রায়হান।
পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাফফর হোসেন, জেলা ছাত্রদলের সদস্যসচিব আলামিন, পারিলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খাইরুল ইসলাম, বড়গাছী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, দামকুড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তরিকুল ইসলাম চুন্নু, হুজরীপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা হিটলার, পবা উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ।