Published : 19 May 2025, 04:43 PM
কক্সবাজারের টেকনাফ উপকূলে মাদক কারবারিদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি হয়েছে। এ সময় এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আটক করা হয়েছে তিন রোহিঙ্গাকে।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের তুলাতুলী ও মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান।
এ সময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল, চারটি গুলি উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- উখিয়া কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মো. ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) এবং আব্দুর রশিদের ছেলে গুলিবিদ্ধ আব্দুল শক্কুর (৪০)। শুক্কুরকে কক্সবাজার সদর হাসপাতালে ভতি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে অভিযান চালানো হয়। সাগরে ৫৮ দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা চলছে। এর মধ্যে একটি নৌকাকে দেখতে পান কোস্ট গার্ড সদস্যরা। ইঞ্জিনচালিত কাঠের নৌকাটিকে থামার সংকেত দেওয়া হয়।
কিন্তু নৌকায় থাকা লোকজন গতি বাড়িয়ে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে আব্দুল শক্কুর (৪০) গুলিবিদ্ধ হন।
তিনজনকে ধরতে পারলেও চারজন সাগরে লাফ দিয়ে পালিয়ে যায়। আহত ব্যক্তিকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ সাঈদ চৌধুরী বলেন, “ভোর সাড়ে ৫টার দিকে কোস্ট গার্ড সদস্যরা পিঠে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুস শুক্কুরকে হাসপাতালে নিয়ে আসে। তাকে দ্রুত চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।”
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। মাদকপাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।