Published : 29 May 2025, 07:15 PM
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসিরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা অফিসার্স কোয়ার্টারের বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু জানান।
মোহাম্মদ মোস্তাক নাসিরের পরিবার রাজধানীর পান্থপথ এলাকার বাসিন্দা। তিনি উপজেলা পরিষদের ব্যাচেলর অফিসার্স কোয়ার্টারে থাকতেন।
পলাশবাড়ী উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আবু জাফর বলেন, “সকালে উপজেলা সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসির ডাইনিংয়ে খেতে আসেননি। তিনি আমার পাশের কক্ষেই থাকেন। বিষয়টি জানার পর সকাল সাড়ে ৯টার দিকে আমি তাকে ডাকতে যাই।
“কিন্তু অনেক ডাকাডাকির পরেও কোনো সাড়া শব্দ না পেয়ে অফিসার্স কোয়ার্টারের অন্যদের জানাই। এক পর্যায়ে সবাই মিলে দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে বাথরুমে তার লাশ পরে থাকতে দেখতে পাই।”
পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
“ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি বাথরুমে পরে গিয়ে মারা গেছেন।”
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বলেন, ঘটনাটি ঢাকায় তার পরিবারকে জানানো হয়েছে। তারা এলে তাদের সঙ্গে কথা বলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।