Published : 11 Jun 2025, 09:43 PM
কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মজমুদার বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে বলে চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান।
নিহতরা হল- একই বাড়ির রাসেল মজুমদারের মেয়ে সামিরা আক্তার (১২) ও সাইফুল মজুমদারের মেয়ে সাফা মারওয়া (৭)।
নিহতের চাচা ইমরান মজুমদার বলেন, বুধবার দুপুরে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসলে নামে তার দুই ভাতিজি। দীর্ঘক্ষণ তাদের না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে অন্য একটি শিশুর দেওয়া তথ্যে মতে, পুকুরে নেমে শিশু দুটির লাশ পাওয়া যায়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রশিদ আহমেদ চৌধুরী বলেন, “শুনেছি পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে তাদের হাসপাতালে আনা হয়নি।”
ওসি হিলাল উদ্দিন বলেন, “আমরা স্থানীয়ভাবে খবর পেয়েছি, দুইটি শিশু পানিতে ডুবে মারা গেছে। তবে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।”