Published : 27 Apr 2025, 07:15 PM
আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের সাবেক এক চেয়ারম্যান নিজের বাড়ির সামনে থাকা নৌকার প্রতিকৃতি ভেঙে ফেলেছেন।
প্রায় ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসা আবু ছাইদ শিকদার ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার আগেও একবার তিনি আওয়ামী লীগের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
রোববার সকালে পিঞ্জরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের বাড়ির সামনে পুকুর পাড়ে নির্মিত নৌকার প্রতিকৃতিটি ভেঙে ফেলেন আবু ছাইদ শিকদার।
এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, “যার দল করি, সে দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে। আদর্শচ্যুত হয়েছে, তাই পালিয়েছে। ওই দল আর আমি করবো না। সে আসলেও আওয়ামী লীগ আর করবো না। তাই নৌকা ফলক ভেঙে ফেলেছি।”
জানা গেছে, কয়েক বছর আগে বাড়ির সামনের পুকুর পাড়ে নির্মাণ করা ঘাটের ছাউনির ওপরে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে একটি দৃষ্টিনন্দন নৌকা প্রতিকৃতি নির্মাণ করেন। রোববার সকালে লোকজন দিয়ে তা ভেঙে ফেলেন তিনি।
এ ব্যাপারে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মুক্তা বলেন, দীর্ঘ তিন দশক ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি থাকা আবু সাইদ শিকদার আওয়ামী লীগ সরকারের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র ভাগ্নে। মামার প্রভাব খাটিয়ে তিনি পিঞ্জুরী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান হয়েছিলেন।
“চেয়ারম্যান হওয়ার পর তিনি ব্যাপক দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন আওয়ামী লীগের এই দুর্দিনে এসে তিনি ভোল পাল্টেছেন।”
তিনি আরও বলেন, “আবু সাইদ শিকদারের এমন কান্ডে আমরা হতবাক হয়েছি। আমরা নৌকা প্রতিকৃতি ভাঙার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”