Published : 18 Jun 2025, 07:09 PM
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ইউনিয়ন বিএনপির সার্চ কমিটি গঠনকে কেন্দ্র করে দলটির দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।
উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া বাজার এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম জানান।
বিএনপির নেতাকর্মীরা জানান, ধরমপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের জন্য সার্চ কমিটি করতে মিঠু ও শামসুলের সমর্থক নেতাকর্মীরা বৈঠকে বসেন।
মিঠু স্থানীয়ভাবে উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম আলমের অনুসারী এবং শামসুল উপজেলা বিএনপির সদস্যসচিব শাহাজান আলীর অনুসারী হিসেবে পরিচিত।
বৈঠকে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়ায়। তখন গুলির আওয়াজও শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান বুধবার বলেন, “স্থানীয়রা রাতে তিনজনকে আহত অবস্থায় এনে হাসপাতালে ভর্তি করেন।”
সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম আলম বলেন, “খুব দ্রুত উদ্ভূত পরিস্থিতি নিরসনে সাংগঠনিক উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে ওখানে ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি।”
তবে এ ব্যাপারে জানতে উপজেলা বিএনপির সদস্যসচিব শাজাহান আলীর মোবাইলে কল করলেও তিনি তা ধরেননি।
ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।”
তবে এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।