Published : 16 Jun 2025, 07:37 PM
নাটোরের নলডাঙ্গা উপজেলায় জমি থেকে ভুট্টা লুটের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
সোমবার দুপুরে উপজেলার মহিষমারি এলাকা থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান নলডাঙ্গা থানার ওসি মো. রফিকুর ইসলাম।
এ সময় মহিষমারি এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে লুট করা প্রায় ৬০ মণ ভুট্টা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মনির সরদার ও সেন্টু মণ্ডল উপজেলার পশ্চিম মাধনগর এলাকার বাসিন্দা।
নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পূর্ব মাধনগরের বাসিন্দা আহসান হাবিবের পৌঁনে দুই বিঘা জমি থেকে প্রতিবেশী মনির সরদার, তার ছেলে ইকবাল সরদার, শ্যালক সেন্টু মণ্ডল এবং তাদের ১৫-১৬ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে ভুট্টা লুট করে।
তারা বিষয়টি সেনাবাহিনীকে জানান। তারপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ভুট্টাগুলো জমির মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।