Published : 18 Jun 2025, 09:06 PM
ময়মনসিংহে আদালত পাড়া থেকে দুই ‘মক্কেলকে তুলে নিয়ে যাওয়ার’ সময় গোয়েন্দা পুলিশের সঙ্গে আইনজীবীর ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
আইনজীবীর পক্ষ থেকে কোনও মামলা ছাড়া ওই দুজনকে তুলে নিয়ে যাওয়ার দাবি করা হলেও ডিবি বলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের আটক করা হয়েছে।
বুধবার বিকালে আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে থেকে তিনজনকে ডিবি কার্যালয়ে নেওয়ার পর আইনজীবীকে ছেড়ে দেওয়া হলেও দুজনকে আটক করা হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি মহিদুল ইসলাম।
ডিবি হেফাজতে রয়েছেন মো. লিয়ন সরকার (২৫) ও তার ভোট ভাই রিপন সরকার (২২)। তারা গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। ২০১৮ সালের একটি হত্যা মামলায় তারা আসামি থাকলেও বর্তমানে জামিনে আছেন।
পুলিশের পক্ষ থেকে লিয়ন সরকারকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত দাবি করা হলেও কোন এলাকায় রাজনীতি করেছেন এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও মামলা রয়েছে কি-না, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি ওসি মহিদুল ইসলাম।
তিনি বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লিয়নকে ধরা হয়েছে। এতে বাধা দেওয়ায় আইনজীবীকেও নিয়ে আসা হয়েছিল।”
আইনজীবীর রাসেল তালুকদার বলেন, “একটি হত্যা মামলার শুনানি শেষে লিয়ন ও রিপন আইনজীবী সমিতির ভবনের সামনে গেলে, সেখান সাদা পোশাকে ডিবি পুলিশের সদস্যরা তাদের তুলে নিতে চেষ্টা করেন।
“তখন আমি বাধা দিয়ে বলি, উনাদের বিরুদ্ধে কোনও গ্রেপ্তারি পরোয়ানা নেই। কিন্তু ডিবি আমার কোনও কথা না শুনেই টেনে-হেঁচড়া আমাকে ও আমার মক্কেলদের তাদের কার্যালয়ে নিয়ে যায়। আমাকে লাঞ্ছিত করেছে।”
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্যসচিব সৈয়দ সাদউদ্দিন আহমেদ বলেন, “আইনজীবীর সঙ্গে ডিবি পুলিশের ভুল বোঝাবুঝি হয়েছে। পরে ডিবির সঙ্গে আলোচনা করে ওই আইনজীবীকে নিয়ে এসেছি। বিষয়টি মিটে গেছে।”