Published : 17 Jun 2025, 07:04 PM
খাগড়াছড়িতে সড়ক বিভাগের জায়গা দখল করে বাণিজ্যিক ভবন নির্মাণ করার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
মঙ্গলবার দুদুক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেনের নেতৃত্বে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের ফুলকুলি এলাকায় অবস্থিত বাঁশঝাড় রেস্তোরাঁয় এ অভিযান চালানো হয়।
অভিযানে উপস্থিত সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, মহাসড়ক ঘেঁষে সড়ক বিভাগের ১৮০ ফুট জায়গা দখল করে ভবনটি নির্মাণ করা হয়েছে। ভবনটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য কয়েকবার চিঠি দেওয়ার হলেও এর কোনও জবাব দেয়নি কর্তৃপক্ষ।
দুদুক কর্মকর্তা আহমদ ফরহাদ হোসেন বলেন, সড়ক বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে নির্মাণ করা ভবনে রোস্তোরাঁ চালু করা হয়েছে। সড়ক বিভাগের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিচালিত এই অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
এ সময় আরও পাঁচটি স্থানে অভিযান চালায় দুদুক।
অভিযোগ রয়েছে, ২০২২-২৩ অর্থবছরে তৃপ্তি শংকর চাকমা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকার সময় স্ত্রীর নামে রেস্তোরাঁ নির্মাণ করেন। এ ছাড়া সেখানে যাতায়াতের সুবিধার্থে খাগড়াছড়ি সদরে হাতির কবর সংলগ্ন স্থানে ছয় লাখ ৯২ হাজার ২৫ টাকা ব্যয়ে আরসিসি ড্রেন নির্মাণ করা হয়।
বাঁশঝাড় রেস্তোরাঁটির মালিক কেমি চাকমা। পাঁচতলা ভবনের নিচ তলায় স্টোর রুম এবং শৌচাগার, ভবনের দ্বিতীয় তলায় রয়েছে লাইভ কিচেন ও রেস্টুরেন্ট। ভবনের চারতলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে।
তবে তৃপ্তি শংকর চাকমার স্ত্রী কেমি চাকমা দাবি করেন তিনি সড়ক বিভাগের জায়গা দখল করেননি। তিনি তার মালিকানাধীন জমিতে রেস্তোরাঁ নির্মাণ করেছেন।