Published : 09 Jun 2025, 03:30 PM
কক্সবাজার সমুদ্র সৈকতে একসঙ্গে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, দুপুর ২টার দিকে সৈকতের সায়মন বিচ পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহী সিটি করপোরেশনের রাজপাড়া থানার মহীশ বাজার পূর্ব পাড়া মো. আবুল কালামের ছেলে ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের হিসাব রক্ষক শাহীনূর রহমান (৬০) এবং তার ছেলে সিফাত (২০)।
বাবা-ছেলেকে উদ্ধারকারী সিসিএফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত বলেন, “বাবা-ছেলে একসঙ্গে গোসলে নেমে ভেসে যাচ্ছিলেন। তখন লাইফগার্ডের কর্মীরা দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
“হাসপাতালে নেওয়ার পর দুজনই অতিরিক্ত রক্ত বমি করেন। একপর্যায়ে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
হাসপাতালে শাহীনূরের স্ত্রী ইয়াসমিন আরাফ জানান, তারা ৫ জুন কক্সবাজারে বেড়াতে আসেন। উঠেন কক্সবাজার শহরের সি ক্রাউন হোটেলে। দুই ছেলে নিয়ে তারা কক্সবাজারেই ঈদ করেছেন।
“ছেলে সিফাত প্রথমে গোসলে নামেন। সে সমুদ্রের গভীরে চলে যায়। সেটা দেখে তার বাবা তাকে আনতে যান। তখন তিনিও আটকে যান। পরে আমি লাইফগার্ড ডেকে আনি। তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।”
সিফাত রাজশাহী কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানান ইয়াসমিন আরাফ।
মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।