Published : 26 Nov 2024, 11:34 PM
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম রেজাউল বারী আসামির উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আদম সুফি।
দণ্ড পাওয়া সোলেমান আলী (৫৪) উপজেলার দক্ষিণ সুখ্যাতি এলাকার বাসিন্দা। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তানের জন্ম হয়।
পিপি আদম সুফি জানান, প্রায় দুই যুগ আগে সোলেমান আলীর সঙ্গে জোসনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে বিভিন্ন সময় সালিশ হয়। ২০১৮ সালের ১৭ মে বাড়িতে কেউ না থাকার সুযোগে জোসনাকে হত্যা করে ঘরে রেখে দরজায় তালা দিয়ে পালিয়ে যান সোলেমান।
ঘটনার দিন সোলেমান আলীকে একমাত্র আসামি করে থানায় হত্যা মামলা করেন জোসনার ভাই সহিদুল ইসলাম।
পিপি বলেন, তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র প্রদান করে পুলিশ। আসামি তার স্ত্রীকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করেন; যা তদন্ত প্রতিবেদনে উঠে আসে।
সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আদম সুফি।
এ রায়ে বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছেন বলে জানান তিনি।
আসামিপক্ষের আইনজীবী হাবিবুল ইসলাম বলেন, পরিবারের সদস্যরা চাইলে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।