Published : 13 May 2025, 12:46 PM
রাজবাড়ীর কালুখালী বাজারে অগ্নিকাণ্ডে দুটি হার্ডওয়ারের দোকানসহ একটি ধানের গুদাম পুড়ে গেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
মঙ্গলবার ভোরে কালুখালী উপজেলার কালুখালী বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান কালুখালী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান।
তিনি বলেন, ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালুখালি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি দুই কোটি টাকার মালামালও উদ্ধার করেছে।
তবে এর মধ্যে বিশ্বাস এন্টারপ্রাইজ, ঢাকা হার্ডওয়ার ও একটি ধানের গোডাউনের মালামাল পুড়ে গেছে।
বিশ্বাস এন্টারপ্রাইজ মালিক খোরশেদ মাহমুদ বলেন, “ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে আগুন লাগে। খবর পেয়ে দোকানে এসে দেখি আমার দোকানসহ কয়েকটি দোকানে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়।
“তার আগেই দোকানে থাকা সব কিছু পুড়ে গেছে। এখন কী করবো বুঝতেছি না।”
আগুনে পুড়ে যাওয়া ঢাকা হার্ডওয়ারের মালিক সোহেল সরদার বলেন, “ভোরে দোকানে আগুন লাগার খবর পাই। পরে দোকানে এসে দেখি সব মালামাল পুড়ে গেছে। এতে আমার দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।”
ফায়ার সার্ভিস কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত পরে বলা যাবে।