Published : 30 May 2025, 07:21 PM
সাবেক রাষ্ট্র্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকালে দত্তবাড়ী জিয়াউর রহমান শিশু হাসপাতালে ‘ফ্রি মেডিকেল ক্যাম্পের’ উদ্বোধন করেন বিএনপির জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।
এতে হৃদরোগ নিয়ে লিখিত পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট জোবাইদা রহমান। তার বক্তব্য পাঠ করে শোনান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
জোবাইদা রহমান লিখিত বক্তব্যে বলেন, “হৃদরোগ সচেতনতা আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। হৃদরোগ প্রতিরোধক ব্যবস্থাগুলি হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমাতে সক্ষম। হৃদরোগ আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও এই প্রতিরোধক ব্যবস্থাগুলি প্রযোজ্য যাতে আগামীতে পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়। আজকের এই বিশেষ দিনে হৃদরোগীদের চিকিৎসা সেবা ও প্রতিরোধমূলক পরামর্শ প্রদান অনুষ্ঠান আযোজনে সম্পৃক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
উদ্বোধন শেষে দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও হৃদরোগ প্রতিরোধে সহায়ক পুস্তিকা বিতরণ, দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ছিল সুপরিকল্পিত। তিনি জাতীয় জীবনে অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে বাংলাদেশকে পথহারা করতে চেয়েছিল।
তারা বলেন, আজও জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় বগুড়াকে রাজনৈতিক মডেল হিসেবে দেখে আসছেন। জিয়াউর রহমান জীবনের শেষ দিন পর্যন্ত সততা ও আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক গালীব ইমতিয়াজ নাহিদ, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, বিএমএ’র আহ্বায়ক আজফারুল হাবিব রোজ, সদস্যসচিব ওয়াহেদ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওয়াদুদুল হক তরফদার নাহিদ, বগুড়া ড্যাবের সাবেক সভাপতি শাহ মো. শাহজাহান আলী।
এ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান জিয়া, আনিসুর রহমান, মুহম্মদ জহুরুল হক, জহিরুল ইসলাম, ইউনুস আলী, মিজানুল হাসেম শাহীন, মাহবুবুল ইসলাম জনি, আমিনুর রহমান হীরা, তাপস দাস, রঞ্জন রাজিব, মো. মেহরাব হোসেন, রাজেদ আল হাসান, মুরাদ।