Published : 14 Jun 2025, 01:39 PM
রাজশাহীর বাগমারা উপজেলায় শিয়াল মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার মোহনপুর গ্রামের একটি পোলট্রি খামারের পাশে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম।
নিহত আবদুল মমিন (৩৮) ওই গ্রামের বাসিন্দা আহসান হাবিবের ছেলে।
মমিনের বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, মমিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রায় রাতে তিনি একা ঘুরতে বের হতেন। শুক্রবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
সকালে স্থানীয়রা খামারের পাশে বৈদ্যুতিক তারে মমিনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এলাকাবাসী প্রথমে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
পোলট্রি খামারের মালিক ইউসুফ আলী বলেন, “সম্প্রতি শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। কয়েকদিন আগে এক রাতে ৫০টির বেশি মুরগি খেয়ে ফেলেছে। তাই খামার রক্ষায় রাত ১২টার পর থেকে খোলা বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পাতি।”
ওসি তৌহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।