Published : 24 May 2025, 05:24 PM
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মধ্যরাতে জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
শুক্রবার রাত ১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন কমলপুর এলাকার জলপরী পার্ক রোডে ‘লালুকালু পাদুকা’ মার্কেটে এ ঘটনা ঘটে বলে জানান ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আজিজুল হক।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আজিজুল হক বলেন, মার্কেটের পাশেই ফায়ার সার্ভিসের কার্যালয় হওয়ায় ঘটনাস্থলে দ্রুত পানি ছিটানো সম্ভব হয়েছে। নাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ত।
দোকানগুলোতে জুতা তৈরির আঠা, রাবার, সলিউশন, পেস্টিং দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনের উৎস নিশ্চিত হওয়া যায়নি।
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্ত ছাড়া কিছু বলা সম্ভব নয় বলে জানান তিনি।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক কাজী মাসুদ বলেন, “মার্কেটে শতাধিক দোকান আছে; যেগুলোর বেশিরভাগই কাঁচামালের। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাত ১০টার মধ্যে মার্কেট বন্ধ হয়ে যায়। রাত ১টার দিকে মার্কেটের পেছন থেকে আগুনের শিখা দেখা যায়।
“মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। আগুনে ৪০টির মত দোকান পুরোপুরি পুড়ে গেছে। এ ছাড়া বেশ কয়েকটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতি দুই কোটি টাকা ছাড়িয়ে যাবে।”
ভৈরব পাদুকা সমিতির সভাপতি আল-আমিন মিয়া বলেন, ঈদকে সামনে রেখে দোকানগুলোতে বিপুল পরিমাণ জুতা তৈরির উপকরণ মজুত ছিল। এ ছাড়া অনেকের ক্যাশ বাক্সে লাখ লাখ টাকা ছিল।
আগুনের কারণে দোকান থেকে ব্যবসায়ীরা মালামাল ও টাকা বের করতে পারেননি বলে জানান এই ব্যবসায়ী নেতা।