Published : 01 Jun 2025, 09:02 PM
মাগুরা সদর উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার বিকালে মাগুরা-ঝিনাইদহ সড়কে উপজেলার আবালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মাগুরা হাইওয়ে পুলিশের ওসি আলমগীর কবীর জানান।
নিহতরা হচ্ছেন- সদর উপজেলার হাজীপুর গ্রামের লাল মিয়ার ছেলে রবিন হোসেন (১৯), গজদুর্বা গ্রামের রেজাউল ইসলামের ছেলে জিসান হোসেন (২২) এবং কাশিয়াডাঙ্গা গ্রামের বকুল মোল্লার ছেলে সাদিম মোল্লা (২৪)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাগুরার উপ সহকারী পরিচালক (ডিএডি) মো. আলী সাজ্জাদ বলেন, দ্রুতি পরিবহনের বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে বিপরীতমুখী মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রবিন ও সাদিম মারা যান।
গুরুতর আহত অবস্থায় জিসানকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিছুক্ষণ পরই তিনি মারা যান বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিটন দেবনাথ জানান।
মাগুরা হাইওয়ে পুলিশের ওসি আলমগীর কবীর বলেন, বিষয়টি সদর থানাকে অবহিত করা হয়েছে। তারা এ ব্যাপারে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেবেন।