Published : 28 May 2025, 08:43 PM
নাটোরের লালপুর উপজেলায় ‘ইমো হ্যাকিং গ্রুপের’ পাঁচ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে যৌথ বাহিনী।
বুধবার ভোরে লালপুরের বিলমাড়িয়ার পানসিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান লালপুর থানার ওসি মমিনুজ্জামান।
এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, ৭০টির অধিক সিমকার্ড, ২২টি মোবাইল ফোন, কণ্ঠ পরিবর্তন করার ডিভাইস ও ৪০টি ইয়াবা জব্দ করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তাররা হলেন- বিলমাড়িয়া পানসিপাড়া এলাকার মো. বায়েজিদ, লতিফ, রাজু, সোহান ও শান্ত।
নাটোরের সেনাবাহিনীর মিডিয়া সেল জানায়, চক্রটি অনেকদিন ধরেই ইমোসহ সোশ্যাল মিডিয়া হ্যাক করে মানুষের অর্থ আত্মসাৎ করে আসছিল। তাদের প্রধান টার্গেট প্রবাসীরা। প্রবাসীদের কাছ থেকে ছল-চাতুরি করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে চক্রটি।
লালপুর থানার ওসি মমিনুজ্জামান বলেন, মাদকদ্রব্য ও সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের আদালতে কারাগারে পাঠানো হয়েছে।