Published : 12 Jun 2025, 10:01 AM
গোপালগঞ্জে সেতুর টোল নিয়ে বাকবিতণ্ডার জেরে এক সেনা সদস্যকে মারধরের ঘটনায় পাঁচ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল সেতু এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান।
মারধরের শিকার সেনা সদস্য সাজ্জাদ আহম্মেদ ঢাকায় সেনাসদরে কর্মরত।
ওসি সাজেদুর জানান, ওই সেনা সদস্য নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থেকে পিকআপে বাসার মালামাল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। পথে চাপাইল সেতুতে পৌঁছালে টোল দেয়া-নেয়া নিয়ে শ্রমিকদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে শ্রমিকরা হামলা চালিয়ে সেনা সদস্যকে মারধর করে। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে সেনা সদস্যকে উদ্ধার করে। পরে পাঁচ জনকে আটক করে থানায় পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও বুধবার রাতে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি।