Published : 16 Jun 2025, 10:40 AM
কক্সবাজারের রামু উপজেলায় বাস ও কর্ভাড ভ্যানের সংঘর্ষে বাবা ছেলেসহ তিনজনের প্রাণ গেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
উপজেলার রশিদনগর এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. নাসির উদ্দিন জানিয়েছেন।
নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের দক্ষিণ পাতলী এলাকার ব্যবসায়ী হাবিবুল্লাহ (৫৫) ও তার নয় বছরের ছেলে মো. রিয়াদ এবং রামুর পূর্ব রাজারকূল এলাকার বাসিন্দা রিমঝিম বড়ুয়া।
আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মো. নাসির উদ্দিন বলেন, “ঢাকা থেকে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে চট্টগ্রামগামী পূরবী বাসের সংঘর্ষ হয়। এ সময় বাসটি সড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন।”
নিহত হাবিবুল্লাহর ফুফাত ভাই কক্সবাজারের সদরের পিএমখালী ইউনিয়ন পরিষদের সদস্য গিয়াস উদ্দিন বলেন, “হাবিবুল্লাহ রামুতে কাপড়ের ব্যবসা করেন। তার সন্তান চট্টগ্রামের একটি মাদ্রাসায় পড়ে। ঈদের ছুটি শেষে ছেলেকে মাদ্রাসায় দিতে যাচ্ছিল সে।”
রামু থানার ওসি মু. তৈয়বুর রহমান বলছেন, নিহতদের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।