Published : 02 Jun 2025, 02:37 PM
সিলেট সিটি করপোরেশনের ভ্যানে করে প্লাস্টিকসহ ময়লা-আবর্জনা সুরমা নদীতে ফেলার অভিযোগে তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার দুপুরে সিলেট নগরীর ক্বিনব্রিজ এলাকায় সুরমা নদীতে ময়লা ফেলার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এরপরই এ ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভিডিওতে দেখা যায়, ক্বিনব্রিজ এলাকায় একটি ভ্যান দাঁড় করিয়ে সুরমা নদীতে পলিথিনসহ অন্য ময়লা ফেলা হচ্ছে। ‘সিলেট সিটি করপোরেশন’ লেখা ভ্যান থেকে দুই ব্যক্তি ময়লা ফেলছিলেন। তারা সিটি করপোরেশনের পোশাক পরা ছিলেন। পাশেই দাঁড়িয়ে ছিলেন আরেকজন।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন বলেন, “সুরমা নদী দূষণ রোধে ময়লা ফেলতে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বরাবরই জনসাধারণকে নিরুৎসাহিত করে আসছে।
“ওই ঘটনায় তিনজনকে শনাক্ত করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত করা হচ্ছে।’’