Published : 16 Jun 2025, 09:38 PM
নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা মনজুর রহমান মঞ্জু হত্যা মামলার আসামি হাসান আলী টুমনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
রোববার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান।
তিনি জানান, সোমবার তাকে নাটোরে এনে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হাসান আলী টুমন (৪২) গোপালপুর পৌরসভার শিবপুর (খাঁ পাড়া) এলাকার মোজাফফর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও নাশকতার ১৪টি মামলা রয়েছে।
মামলার বরাতে পুলিশ জানায়, গত বছরের ৩০ এপ্রিল রাতে লালপুরের গোপালপুর পৌরসভার আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় একটি কনফেকশনারী দোকানে গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনজুর রহমান মঞ্জু বসে ছিলেন। এসময় তিনটি মোটরসাইকেলে কয়েকজন এসে মঞ্জুর মাথা ও পেটে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মঞ্জুর মৃত্যু হয়।
এ ঘটনায় মঞ্জুর ভাই মাসুদ রানা বাদী হয়ে হাসান আলী টুমনসহ ১৬ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে লালপুর থানায় মামলা করেন।
পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, ঘটনার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন টুমন।