Published : 06 Jun 2025, 07:07 PM
কুষ্টিয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে তিন সহযোগীসহ এক ‘সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে কুষ্টিয়া সেনা ক্যাম্পের মেজর মোস্তফা জামান জানান।
গ্রেপ্তাররা হলেন- দূর্বাচারা গ্রামের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে ‘সন্ত্রাসী’ জাহাঙ্গীর কবির লিপটন (৪৮), তার সহযোগী রফিকুল ইসলাম আন্টুর ছেলে মো. রাকিব (৩৮), জহিরুল ইসলামের ছেলে মো. লিটন (২৬) এবং আব্দুল মজিদ সরদারের ছেলে মো. সনেট হাসান (৪৫)।
দুপুর ১২টায় কুষ্টিয়া সেনা ক্যাম্পে সংবাদ সম্মেলনে জানানো হয়, এ সময় ছয়টি বিদেশি পিস্তল, একটি শটগান, ম্যাগাজিন, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থল সংশ্লিষ্ট কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদি হাসান বলেন, “পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী লিপটনকে গ্রেপ্তারের খবর জানতে পেরেছি। তার বিরুদ্ধে আমাদের থানার সব মামলার নথি সংগ্রহের কাজ চলছে।”
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, লিপটন একসময় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।