Published : 16 Jun 2025, 04:31 PM
ঝিনাইদহ সদর উপজেলায় ছেলের কোদালের কোপে কৃষক বাবা নিহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার শংকরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে বলে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান।
নিহত শাহাদত হোসেন ওই গ্রামেরই বাসিন্দা।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, সকালে শাহাদত গ্রামের মাঠে মরিচের ক্ষেত নিড়াতে যান। একটু পরে ছেলে ফয়সালও মাঠে কাজ করতে যায়। একপর্যায়ে ফয়সাল কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শাহাদত মারা যান।
বাবার মরদেহ মাঠে রেখেই ফয়সাল বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানায়। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা মাঠে ছুটে এসে শাহাদতের লাশ দেখতে পান।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “পরিবার দাবি করেছে, ফয়সাল মানসিক ভারসাম্যহীন। তাকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”