Published : 28 May 2025, 03:21 PM
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মালিয়াট গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার।
নিহত ৬২ বছর বয়সি নায়েব আলী মোল্লা ওই গ্রামের আব্দুল মোল্লার ছেলে।
ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে নায়েব আলী মোল্লার সঙ্গে একই গ্রামের ইউনুস আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে মাঠে জমি নিয়ে উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়ান। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে নায়েব আলী মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।