Published : 22 Jul 2023, 12:26 AM
বেসরকারি খাতকে দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা না বলে সরকার সব সমস্যা সমাধান করতে পারবে না৷
তিনি বলেছেন, “আমাদের অর্থনীতি খুবই ভালো ছিল৷ কিন্তু কোভিডের পর রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের কারণে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য সরকার কাজ করছে, অনেকগুলো সমাধান হয়েছে, অনেকগুলো সমাধানের পথে৷”
শুক্রবার রাতে নারায়ণগঞ্জে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের দ্বি-বার্ষিক নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন৷
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ৩১ জুলাই ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এবারের ভোটার তালিকায় চেম্বার গ্রুপে ৪৬৯ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপে ১৯৯০ জন ব্যবসায়ী রয়েছেন।
বর্তমান পরিস্থিতিতে এফবিসিসিআই নির্বাচন ‘খুবই গুরুত্বপূর্ণ’ এবং ‘ব্যবসায়ীদের নিজেদের স্বার্থে’ ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেলকে সমর্থন ও ভোট দেওয়া উচিত বলে মনে করেন সালমান এফ রহমান।
নগরীর শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে এ অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পর্যায়ে নিয়ে এসেছেন, যেভাবে দেশের ইকোনমি বেড়েছে সেই সঙ্গে তাল মিলিয়ে কাজ করেছে এফবিসিসিআই৷ জাতীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রী প্রায় পাঁচ ঘণ্টা সময় দিয়েছেন৷ কোন দেশের প্রধানমন্ত্রী পাঁচ ঘণ্টা ব্যবসায়ীদের সঙ্গে সময় দেন না৷
“তার মানে, উনিও বিশ্বাস করেন অর্থনীতির চালিকাশক্তি আসলে ব্যবসায়ীরা৷ ব্যবসায়ীরাই দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে৷”
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, “ব্যবসায়ীদের সঙ্গে কথা না বলে সরকার সব সমস্যা সমাধান করতে পারবে না। সমস্যার সমাধান করতে হলে ব্যবসায়ীদের পরামর্শ নিতে হবে৷”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন, ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল প্রধান মাহবুবুল আলম, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ আলী, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।
সভায় সভাপতিত্ব করেন বিকেএমইএর সভাপতি ও নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান৷
এফবিসিসিআইর পর্ষদে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ২৩ জন করে পরিচালক থাকেন। এর বাইরে সরকার মনোনীত ৩২ জনসহ মোট ৭৮ জন ব্যবসায়ী বর্তমান পর্ষদের নেতৃত্বে রয়েছেন।
আগামী নির্বাচনে এরই মধ্যে চেম্বার গ্রুপ থেকে ২৩ জন বিনা ভোটে বিজয়ী হয়েছেন। এখন অ্যাসোসিয়েশন গ্রুপে নির্বাচন হবে। অ্যাসোসিয়েশন গ্রুপে মোট ৪৩ জন প্রার্থী রয়েছেন।