পুরাতন বছরকে বিদায় ও নতুন বছর বরণে খাগড়াছড়িতে চলছে বৈসাবি উৎসব। এই উপলক্ষে বুধবার ত্রিপুরা সম্প্রদায় আয়োজন করেছে বৈসু শোভাযাত্রা। এতে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই ও ত্রিপুরাদের বৈসু উৎসবের সম্মিলিত রূপকে বলা হয় ‘বৈসাবি’। এ উৎসব চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
খাগড়াছড়িতে বৈসু উৎসবে নিজেদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজাচ্ছে দুই ত্রিপুরা কিশোর।